
শেখ তাইজুল ইসলাম, মংলা (প্রতিনিধি):
জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি) মোংলা উপজেলা শাখার উদ্যোগে আজ ২১ সেপ্টেম্বর রবিবার পৌরসভার সামনে র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এ সময় সাধারণ মানুষকে শান্তি ও সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে লিফলেট বিতরণ করা হয়।
আয়োজনের সভাপতিত্ব করেন ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি) মোংলা উপজেলা শাখার সভাপতি ও সাবেক উপজেলা ছাত্রদল নেতা মোঃ নাছির মোছাল্লী। মানববন্ধনে সভাপতির বক্তব্যে তিনি বলেন— “সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির মংলা গড়তে চাই।”
অন্যান্য বক্তারাও সংঘাত নয়, বরং ঐক্য ও শান্তিপূর্ণ সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।
জাতিসংঘ ঘোষিত এই আন্তর্জাতিক দিবসটি বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে পালিত হয়। দিবসটির মূল উদ্দেশ্য হলো যুদ্ধ ও সংঘাত নিরসন এবং মানবিক সহায়তা নিশ্চিত করা। ১৯৮১ সালে প্রথমবারের মতো দিবসটি পালিত হয়, যা বর্তমানে জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্রসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন গুরুত্বের সঙ্গে পালন করে আসছে।