মোঃ শাকিল আহামাদ
জেলা প্রতিনিধি, রাজশাহী
আন্তর্জাতিক মহান মে দিবস (শ্রমিক দিবস) উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, রাজশাহী মহানগরীর উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) সকাল ৯টায় রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন ভেরিপাড়া মোড় থেকে একটি র্যালি বের হয়ে কোর্ট স্টেশনে গিয়ে শেষ হয়। র্যালি শেষে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাহবুব আহসান বুলবুল, ভারপ্রাপ্ত সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, রাজশাহী মহানগর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
মোঃ কামরুজ্জামান সোহেল, সমাজকল্যাণ সম্পাদক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, রাজশাহী মহানগর
মোঃ সাইফুল ইসলাম, সহকারী সেক্রেটারি, শ্রমিক কল্যাণ ফেডারেশন, রাজশাহী মহানগর
মোহাম্মদ ফরিদ উদ্দিন আত্তার, আমীর, কাশিয়াডাঙ্গা থানা, রাজশাহী মহানগর
হাফেজ খাইরুল ইসলাম, সাবেক সভাপতি, ইসলামী ছাত্রশিবির, রাজশাহী মহানগর
আলোচনা সভায় বক্তারা বলেন, “আজ মহান মে দিবস, যা জাতীয় শ্রমিক দিবস হিসেবে পালিত হচ্ছে। শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন সময়ের দাবি। ইসলামে শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার মজুরি পরিশোধের নির্দেশ রয়েছে, অথচ বাস্তবতা ভিন্ন। আমাদের দেশে শ্রমিকদের প্রাপ্য মজুরি আদায় করতেও অনেক সময় রক্ত ঝরাতে হয়।”
তারা আরও বলেন, “শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকের ন্যায্য অধিকার আদায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতে এ কাজ আরও বেগবান হবে। ইসলামী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা ছাড়া শ্রমিকের প্রকৃত অধিকার ফিরিয়ে আনা সম্ভব নয়। তাই দেশের কল্যাণে কোরআন ও হাদিসভিত্তিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠা জরুরি, যা বাস্তবায়ন একমাত্র বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষেই সম্ভব।”
সভায় বক্তারা জনসাধারণের সহযোগিতা কামনা করে বলেন, “বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও শ্রমিকদের সঙ্গে নিয়েই এই আন্দোলন চালিয়ে যাবে।”
সভাটি সঞ্চালনা করেন:
শরিফুজ্জামান হাসান, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, রাজশাহী মহানগর।
র্যালি ও সমাবেশে অংশগ্রহণ করেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতাকর্মী, রিকশা ও ভ্যান শ্রমিক, দিনমজুরসহ বিভিন্ন পেশার শ্রমজীবী মানুষ।