মেহেরপুর প্রতিনিধি মোঃ সাহাজান আলী
মেহেরপুরের গাংনীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন নগর উন্নয়ন অধিদপ্তর বাস্তবায়িত “মেহেরপুর জেলার উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন” শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় গাংনী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
নগর উন্নয়ন অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার মো: আনোয়ার হোসেন।
সেমিনারে গাংনী উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান, গণমাধ্যমকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ নগর উন্নয়ন বিষয়ক গঠনমূলক মতামত প্রদান করেন।
এসময় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক (পিডি) আহম্মেদ আকতারুজ্জামান, ব্যবস্থাপক মো: সাইফুর রহমান, ইয়ারুন নেছা ও পরামর্শক প্রতিনিধি উপস্থিত ছিলেন।