বার্সেলোনার সাথে লিওনেল মেসির চুক্তির বিখ্যাত ন্যাপকিন অবশেষে নিলামে উঠেছে। তিন থেকে পাঁচ লাখ পাউন্ড মূল্যের ধারণা করা হচ্ছে এই ঐতিহাসিক নিদর্শনের।
দ্বন্দ্বের কারণে মাস দুয়েক আগে স্থগিত হয়ে গিয়েছিল নিলাম। মালিকানা নিয়ে জটিলতা ছিল কারণ।
গত বুধবার (৮ মে) লন্ডনে শুরু হয়েছে নিলাম, যা চলবে আগামী ১৭ মে পর্যন্ত। ইতিমধ্যে দুই লাখ ২০ হাজার পাউন্ডে ন্যাপকিনের দাম উঠেছে।
গত মার্চে নির্ধারিত ছিল নিলাম। কিন্তু মালিকানা নিয়ে বিতর্কের কারণে তা স্থগিত করা হয়। গত দুই দশক ধরে ন্যাপকিনটি ছিল আর্জেন্টাইন ফুটবল এজেন্ট হোরাসিও গাজ্জোলির কাছে। কিন্তু নিলামের খবর শুনে আরেক এজেন্ট জোসেপ মিনগুয়েলা মালিকানা দাবি করেন।
নিলাম হাউস বোনহামস ইএসপিএনকে জানিয়েছে যে ন্যাপকিন বিক্রির ব্যাপারে কোনো সমস্যা নেই। তাদের ওয়েবসাইটে এটি ‘হোরাসিও গাজ্জোলির সম্পত্তি’ হিসেবে তালিকাভুক্ত করা আছে।
বার্সেলোনার সর্বকালের সেরা খেলোয়াড় লিওনেল মেসি। কাতালান ক্লাবের হয়ে ৭৭৮ ম্যাচে ৬৭২ গোল করেছেন তিনি। ক্যাম্প ন্যু'য়ে দুই দশক কাটিয়ে মেসি জিতেছেন সম্ভাব্য সকল শিরোপা। এর মধ্যে রয়েছে ৪টি চ্যাম্পিয়ন্স লিগ এবং ১০টি লা লিগা।