দিল্লি মেট্রোর একটি ভিডিয়ো নেটমাধ্যমে তুমুল ভাইরাল হয়েছে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, কোলে ব্যাগ রেখে মেট্রোয় বসেছিলেন এক তরুণ। ক্লান্তিতে বারবার ঘুমে ঢলে পড়ছিলেন তিনি। তাঁর পাশে কিছু যাত্রী বসা ছিলেন, কেউ কেউ আবার দাঁড়িয়ে ছিলেন।
সেই সময় তরুণের সামনে দাঁড়ান এক তরুণী। তরুণের ক্লান্ত মুখ দেখে তরুণীর চোখে পড়ে যায় বিষয়টি। কিছুক্ষণ সেই অবস্থায় দাঁড়িয়ে থাকার পর তিনি তরুণের মাথা নিজের দিকে টেনে নেন। তারপর মাথায় হাত বুলিয়ে যেন ঘুম পাড়ানোর ভঙ্গিতে তার পাশে থাকেন। তরুণও নির্বিঘ্নে ঘুমিয়ে পড়েন।
কিছু সময় পর ঘুম ভেঙে তরুণ চমকে ওঠেন। লজ্জায় তাড়াতাড়ি সরে যান তিনি। তরুণীর মুখও লাল হয়ে ওঠে লজ্জায়, যদিও ঠোঁটে তখনও দুষ্টু এক হাসি।
এই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে 'বিজয়' নামের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে। তবে 'আমার সকাল ২৪' টিম এই ভিডিয়োর সত্যতা যাচাই করতে পারেনি।
নেটিজেনদের প্রতিক্রিয়াও মিশ্র। কেউ মনে করছেন, তাঁরা একে অপরের পূর্বপরিচিত বা প্রেমিক যুগল। আবার অনেকে বলছেন, তাঁরা সম্পূর্ণ অপরিচিত। এক নেটব্যবহারকারী লিখেছেন, “আহা! অফিস থেকে ফেরার সময় আমিও তো এ ভাবেই ঢুলে পড়ি। তখন যদি এমন কাউকে পেতাম!” এমন মজার প্রতিক্রিয়া ঝড় তুলেছে নেটদুনিয়ায়।
ঘটনার দিনক্ষণ বা নির্দিষ্ট প্রেক্ষাপট এখনও স্পষ্ট নয়, তবে এটি যে দিল্লি মেট্রোতেই ঘটেছে তা অনুমেয়।