
তৌহিদ ইসলাম, ঢাকা
রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশন সংলগ্ন এলাকায় মেট্রোরেল থেকে ছিটকে পড়া একটি ভারী স্প্রিং (বিয়ারিং প্যাড) আঘাতে এক পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৬ অক্টোবর ২০২৫) দুপুর সাড়ে ১২টার দিকে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর হলেও তার পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ উপরের দিক থেকে ৪০–৫০ কেজি ওজনের স্প্রিংটি নিচে পড়ে ওই ব্যক্তির মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনার সময় স্প্রিংটি সড়কের পাশের একটি চা-সিঙ্গারা দোকানেও আঘাত হানে। এতে দোকানের সামনের কাঁচ ভেঙে দুইজন আহত হন।
দুই বছরের মাথায় রাজধানীর বহুল আলোচিত বিলিয়ন ডলারের এই মেট্রোরেল প্রকল্পে এমন দুর্ঘটনা বড় প্রশ্নের জন্ম দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রকল্পের নিরাপত্তা ব্যবস্থা, বাজেট ব্যয় এবং সম্ভাব্য অব্যবস্থাপনা-দুর্নীতি নিয়ে জরুরি তদন্ত প্রয়োজন।