
খুলনা প্রতিনিধি: মোঃ মিরাজ শেখ
মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার ২০২৬-২০২৭ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ মোট সাতটি পদে প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। রোববার (১৬ নভেম্বর ২০২৫) ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী নির্ধারিত দিনে অন্য কোনো প্রার্থী না থাকায় নির্বাচন কমিশন তাদেরকে বিজয়ী ঘোষণা করে।
সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক মানবজমিনের খুলনা ব্যুরো প্রধান মো. রাশিদুল ইসলাম।
সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক সংগ্রামের খুলনা বিভাগীয় প্রধান আব্দুর রাজ্জাক রানা এবং কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন এসএ টিভি'র খুলনা প্রতিনিধি মো. রকিবুল ইসলাম মতি।
এছাড়াও অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন:
সহ-সভাপতি: মো. নূরুজ্জামান (বাসস খুলনা জেলা প্রতিনিধি)
সহ-সাধারণ সম্পাদক: মো. আশরাফুল ইসলাম নূর (একুশে টেলিভিশনের খুলনা প্রতিনিধি)
নির্বাহী সদস্য: মো. এরশাদ আলী (দৈনিক নয়াদিগন্তের খুলনা ব্যুরো প্রধান)
নির্বাহী সদস্য: কে এম জিয়াউস সাদাত (দৈনিক প্রবর্তনের নির্বাহী সম্পাদক)
নির্বাচন কমিশন জানায়, নির্ধারিত দিনে অন্য কোনো প্রার্থী না থাকায় এই সব পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়েছে। কমিটির নতুন নেতৃত্ব সাংবাদিকদের সংগঠনকে আরও শক্তিশালী ও সমন্বিতভাবে পরিচালনা করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।