ভোলা জেলা প্রতিনিধি : ইমন রহমান
বরিশালের হিজলা ও মেহেন্দীগঞ্জ অংশে মেঘনা নদীতে মা ইলিশ রক্ষা অভিযানে জেলেদের সংঘবদ্ধ হামলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট, মৎস্য কর্মকর্তা ও কোস্টগার্ড সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৬ জনকে ভোলা সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে ২৭ জন জেলেকে আটক করা হয়।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা ইকবাল হোসেন জানান, মা ইলিশ ধরার ওপর সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর ও চাঁদপুর জেলার যৌথ অভিযানে ৮টি দল মেঘনা নদীতে নামে। নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে জেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও কোস্টগার্ড সদস্যরা এতে অংশ নেন।
অভিযানের সময় হিজলা এলাকায় অসাধু জেলেরা ইট-পাটকেল নিক্ষেপ করে হামলা চালায়। এতে উপ-প্রকল্প পরিচালক নাসির উদ্দিন, স্পিডবোট চালক জহিরুল ইসলামসহ অন্তত ১০-১২ জন আহত হন।
ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের পরিচালক (পিডি) মোল্লা এমদাদুল্যাহ জানান, হামলার ঘটনায় আটক ২৭ জেলেকে মেহেন্দীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) জিম্মায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অভিযানে অংশ নেওয়া ভোলা টিমের নেতৃত্বদানকারী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মসিউর রহমান জানান, আহতদের মধ্যে জেলা প্রশাসকের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) তাজবীউল ইসলামও রয়েছেন। তবে সবার অবস্থা বর্তমানে স্থিতিশীল।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মা ইলিশ সংরক্ষণে অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে এ ধরনের হামলার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।