![]()
প্রতিনিধি রাকিবুল হাসান
পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিরা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় একটি মুদি দোকানে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি।
আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মো. লিটন নামে এক ব্যবসায়ীকে ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া দোকানগুলোতে দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শন, পাকা রশিদ সংরক্ষণ ও পণ্য অধিক দামে বিক্রি না করার বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
শাজাহানপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি সংবাদ বুলেটিনকে জানান, নিত্যপণ্যের বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে।