মোঃ দুলাল সরকার
গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি :
মুন্সীগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে মাতৃদুগ্ধ কেন্দ্রের সংস্কার কাজের উদ্বোধন করেছেন আদালতের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও নেজারতের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে নবনির্মিত এ কেন্দ্রে শিশুদের ঘুম পাড়ানোর জন্য নতুন বিছানা, মায়েদের বসার স্থান এবং বাচ্চাদের জন্য বাহারী খেলনার ব্যবস্থা করা হয়েছে।
প্রসঙ্গত, আদালত ভবন নির্মাণকালে মাতৃদুগ্ধ কেন্দ্রের জন্য শুধু একটি কক্ষ নির্ধারিত ছিল, তবে কোনো প্রয়োজনীয় সুবিধা ছিল না। নারী বিচারপ্রার্থী ও তাদের সন্তানদের দুর্ভোগের কথা চিন্তা করে এ উদ্যোগ নেওয়া হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মানিক দাস, মুহসিনা হোসেন তুষি, নুসরাত শারমিন, মোসা. রহিমা আক্তার, দুরদানা রহমান এবং অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রোজিনা ইয়াসমিন।