মোঃ দুলাল সরকার
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের প্রস্তাবিত ৩১ দফা কর্মসূচির অংশ হিসেবে আজ মুন্সীগঞ্জ জেলার সরকারি কর্মকর্তাদের মাঝে স্মারকলিপি প্রদান করা হয়।
এই কর্মসূচির মাধ্যমে জনগণের কল্যাণে ৩১ দফার সংযোজন ও বিয়োজন বিষয়ে সরকারি কর্মকর্তাদের মতামত আহ্বান করা হয়। উপস্থিত কর্মকর্তাদেরকে অনুরোধ জানানো হয়, তারা যেন তাদের মূল্যবান মতামত বিএনপির ওয়েবসাইট অথবা ইমেইলের মাধ্যমে প্রেরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন:
বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল
মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন আহাম্মেদ
জেলা বিএনপির সদস্য আব্দুল বাতেন শামীম
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক বাইজিদ শ্রাবণ
সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর ফকির
মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক কমিশনার শহীদুল ইসলাম
জেলা ছাত্রদল সভাপতি হাসেম
পৌরসভা ছাত্রদল সভাপতি রোমান আহাম্মদ
হরেগঙ্গা কলেজ ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল ইসলাম অনিক
যুগ্ম আহ্বায়ক থিয়েল
ও অন্যান্য নেতৃবৃন্দ।