এম এ তুহিন, মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের ঐতিহ্যবাহী ৪৬নং কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র সরিয়ে আওয়ামী লীগের প্রভাবশালী নেতার নিয়ন্ত্রিত শিক্ষাপ্রতিষ্ঠানে স্থানান্তরের অভিযোগ উঠেছে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিনের বিরুদ্ধে।
১৯৩৮ সাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হওয়া এ কেন্দ্রে হঠাৎ স্থানান্তরের প্রস্তাবকে স্থানীয়রা দেখছেন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সিদ্ধান্ত হিসেবে। তাদের অভিযোগ— নতুন কেন্দ্রটি সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুবকর ছিদ্দিকের নিয়ন্ত্রিত ‘হাজী আবু বকর সিদ্দিক আদর্শ উচ্চ বিদ্যালয়’-এ নেওয়া হচ্ছে।
স্থানীয় ভোটারদের দাবি, এই সিদ্ধান্ত ভোটারদের আস্থা নষ্ট করবে এবং নারী ও প্রবীণ ভোটারদের ভোটদানে বিঘ্ন ঘটাবে।
৭৫ বছর বয়সী মো. জজ মিয়া মুন্সি বলেন, “সারা জীবন এই স্কুলেই ভোট দিয়েছি, এখন দুই কিলোমিটার দূরে যেতে হবে— কীভাবে যাব?”
৬ অক্টোবর জেলা নির্বাচন অফিসে শুনানির আয়োজন করা হলেও অভিযোগকারীরা দাবি করেছেন, কর্মকর্তা নিজেই বাদীর পক্ষ হয়ে বক্তব্য দিয়ে একতরফাভাবে শুনানি পরিচালনা করেছেন। এতে ক্ষুব্ধ হয়ে তারা শুনানি ছেড়ে বের হয়ে যান।
অভিযোগকারীরা জেলা প্রশাসক ও নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন এবং জেলা নির্বাচন কর্মকর্তাকে বদলি ও ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, “খসড়া তালিকা সংক্রান্ত প্রতিটি অভিযোগ গুরুত্বসহকারে দেখা হচ্ছে। সুষ্ঠু ও স্বচ্ছ প্রক্রিয়ায় কাজ চলছে।”
বিশেষজ্ঞরা মনে করছেন, এমন বিতর্কিত সিদ্ধান্ত ভোটার উপস্থিতি কমানোসহ আস্থা সংকট ও রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে পারে।
এলাকাবাসীর দাবি— দ্রুত তদন্ত করে নিরপেক্ষ ভোট নিশ্চিত করতে হবে।