রিপোর্ট মোঃ দুলাল সরকার গজারিয়া
মুন্সীগঞ্জে বৃষ্টির জন্য ইস্তিসকা নামাজ আদায়
মুন্সীগঞ্জে টানা তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে বৃষ্টি প্রার্থনার উদ্দেশ্যে পৃথক দুই স্থানে ইস্তিসকা নামাজ আদায় করেছেন মুসুল্লিরা।
বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে পৌর এলাকার পশ্চিম দেওভোগ বিলেরকানি অনির্বাণ ঈদগাহ মাঠে বাগমামুদালীপাড়া জামে মসজিদের খতিব মুফতি জাকারিয়ার ইমামতিতে ও সকাল দশটার দিকে চর কিশোরগঞ্জ (মোল্লারচর) ঈদগাহ ময়দানে স্থানীয় মসজিদের ইমাম মাওলানা নিয়ামত উল্লাহর ইমামতিতে আরেকটি জামাত অনুষ্ঠিত হয়।
এসময় দুই রাকাত ইস্তিসকা নামাজের পূর্বে নসিহতপূর্ণ আলোচনা করা হয়। নামাজ শেষে আল্লাহ্ তাআলার দরবারে কান্নাকাটি করে দুই হাত তুলে মোনাজাত করেন মুসল্লিরা