এম এ তুহিন, মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ জেলা শাখার উদ্যোগে বিশেষ রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ৯টায় মুন্সীগঞ্জ পৌরসভার মিরকাদিম এলাকার একটি স্থানীয় কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা আ. জ. ম. রুহুল কুদ্দুস।
প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ আব্দুল জব্বার।
এছাড়াও উপস্থিত ছিলেন—
জেলা নায়েবে আমীর মাওলানা নুরুল হক পাটোয়ারী,
জেলা সেক্রেটারি ও মুন্সীগঞ্জ-১ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রফেসর এ. কে. এম. ফখরুদ্দিন রাজী,
সহকারী সেক্রেটারি আব্দুল মালেক,
জেলা কর্ম পরিষদ সদস্য আরশাদ আলী ঢালী, মো. মোকসেদুর রহমান, মাওলানা এ. কে. এম. আবু ইউসুফ, মো. আক্তার হোসেন, মাওলানা হেমায়েত উদ্দিন, খিদির আব্দুস সালাম, মো. শামীম মোল্লা, জনাব শাহজাহান সরকার ও জনাব সুরুজ মাস্টারসহ সকল উপজেলার আমীর এবং পুরুষ ও মহিলা রুকনবৃন্দ।