
এম এ তুহিন, মুন্সীগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ জেলা শাখার উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা জামায়াত কার্যালয়ে সভা আয়োজন করা হয়।
জেলা কর্মপরিষদ সদস্য মো. আরশাদ আলী ঢালীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মুন্সীগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা আ. জ. ম. রুহুল কুদ্দুস। এছাড়া উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সদর উপজেলার আমীর মো. নুরুল আমিন শিকদার, মুন্সীগঞ্জ পৌরসভা সহকারী সেক্রেটারি ইঞ্জিনিয়ার আব্দুল মুবিন, সদর উপজেলা সেক্রেটারি মো. মজনু দেওয়ান প্রমুখ।
আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন জেলা জামায়াতের আমীর মাওলানা আ. জ. ম রুহুল কুদ্দুস।