
মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের গজারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযান শেষে ই’য়া’বা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার (১৪ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে গজারিয়া থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ৩৪ বছর বয়সী মো. দুলাল মিয়াকে গ্রেফতার করে। তার হেফাজত থেকে ১৫ পিস ই’য়া’বা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত দুলাল মিয়া মৃত সুরুজ মিয়ার ছেলে ও গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের লস্করদি গ্রামের বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
গজারিয়া থানা পুলিশ আরও জানায়, মাদকবিরোধী অভিযান চলমান থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।