
প্রতিনিধি: মোঃ দুলাল সরকার, গজারিয়া
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের বাঘাইকান্দি গ্রামে বুধবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতবাড়ি পুরোপুরি পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিক ধারণা, রান্নার গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত।
সকাল ১০টা ৬ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর গজারিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় ১১টা ৪৫ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে রেনু মিয়া ও সিরাজ প্রধানের বাড়ি। এই দুই বাড়ির আসবাবপত্র, নগদ টাকা, কাপড়-চোপড়সহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। পাশের দুই বাড়িতেও পানি ছিটানোর কারণে আংশিক ক্ষতি হয়েছে। মোট চারটি পরিবার এই দুর্ঘটনায় সর্বস্ব হারিয়েছে।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ফিরোজ মিয়া জানান, দ্রুত কাজের কারণে পার্শ্ববর্তী বাড়ি রক্ষা পেয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লাখ টাকা। সৌভাগ্যবশত, কোনো প্রাণহানি ঘটেনি।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে। তারা সরকারি ও বেসরকারি সহায়তার জন্য আকুতি জানিয়েছেন।