মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালেন আল বেরুনী (পুশকিন)
সাজেদুল ইসলাম রাসেল, নিজস্ব প্রতিনিধি, বগুড়া
বগুড়া শহর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোঃ আল বেরুনী (পুশকিন) নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে সম্প্রতি ঘটে যাওয়া একটি অপপ্রচারের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
তিনি বলেন, গত ৮ এপ্রিল ২০২৫ তারিখে “Soroyer Hossen Juwel” নামক একটি ফেসবুক আইডি থেকে তার নামে উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে। ওই পোস্টে তার একটি ছবি এডিট করে এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যাতে তাকে মদ্যপ অবস্থায় দেখা যায়। পাশাপাশি পোস্টটিতে অশালীন ও অবমাননাকর ভাষায় মন্তব্য করে তার ব্যক্তিগত ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালানো হয়েছে।
আল বেরুনী পুশকিন বলেন, “আমি স্পষ্টভাবে জানাচ্ছি, আমি কখনো কোনো নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করি না এবং ভবিষ্যতেও করবো না। যে কেউ আমার এলাকাবাসী, শুভাকাঙ্ক্ষী কিংবা সহকর্মীদের কাছে খোঁজ নিলে প্রকৃত সত্য জেনে যাবে।”
তিনি আরও বলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব লাভের পর থেকেই একটি কুচক্রী মহল তার জনপ্রিয়তা ও রাজনৈতিক অবস্থানকে ঈর্ষা করে বিভিন্নভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এটি তার বিরুদ্ধে পূর্বপরিকল্পিত একটি ষড়যন্ত্রের অংশ বলেও তিনি মন্তব্য করেন।
এই ঘটনাকে কেন্দ্র করে তিনি বলেন, “যদি আমার ‘খাওয়ার ছবি’ কেউ পোস্ট করে থাকে, তাহলে নিশ্চয়ই তাদের কাছে আরও এমন ছবি থাকার কথা। সবই প্রকাশ করুক, তাহলে বোঝা যাবে কার উদ্দেশ্যে কী করা হয়েছে। কারণ আজকাল যে কোনো ছবি সহজেই এডিট করে মিথ্যা প্রচার চালানো সম্ভব।”
সংবাদের শেষে তিনি বলেন, “আমি এই মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং খুব শীঘ্রই এর বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করবো।”