
তৌহিদ ইসলাম, ঢাকা
রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডে এক চাঞ্চল্যকর মা–মেয়ে হত্যাকাণ্ড ঘটেছে। সোমবার (৮ ডিসেম্বর) সকালে ৩২/২/এ ভবনের সপ্তম তলার ৭/বি ফ্ল্যাটে গৃহিনী মালাইলা আফরোজ (৪৮) ও তার মেয়ে **নাফিসা বিনতে আজিজ (১৫)**কে নি/র্ম/মভাবে হত্যা করা হয়।
পুলিশ জানিয়েছে, মাত্র চার দিন আগে আয়েশা (২৩) নামে এক তরুণীকে গৃহকর্মী হিসেবে বাসায় আনা হয়। নিজেকে আয়েশা পরিচয় দিয়ে সে কাজ নেয় এবং পরিকল্পিতভাবে মা–মেয়েকে হত্যা করে দ্রুত পালিয়ে যায়। ঘটনার পর সে বাথরুমে গোসল করে রক্তমাখা পোশাক পরিবর্তন করে নিহত নাফিসার স্কুল ড্রেস পরে বের হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের পাঠিয়েছে এবং পলাতক আয়েশাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়ার পর মোহাম্মদপুর এলাকায় আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে।