
নিউজ ডেস্ক, আমার সকাল ২৪।
বিপিএল শুরুর আগেই বড় অনিশ্চয়তায় পড়েছিল চট্টগ্রাম রয়্যালস। ফ্র্যাঞ্চাইজি মালিক ট্রায়াঙ্গুল সার্ভিসেস মালিকানা ছেড়ে দিলে দলটির ভবিষ্যৎ নিয়ে তৈরি হয় ধোঁয়াশা। শেষ পর্যন্ত বিসিবি দায়িত্ব নেওয়ায় বিপিএলে অংশগ্রহণ নিশ্চিত হয় চট্টগ্রামের। মাঠের বাইরে এত ঝামেলার মধ্য দিয়ে আসা দলটি মাঠের পারফরম্যান্সে এখন পর্যন্ত সবচেয়ে সফল।
জয় দিয়েই বিপিএল অভিযান শুরু করেছিল চট্টগ্রাম। প্রথম ম্যাচে তারা হারায় নোয়াখালী এক্সপ্রেসকে। দ্বিতীয় ম্যাচে রংপুরের বিপক্ষে হেরে গেলেও পরের ম্যাচ থেকেই ঘুরে দাঁড়ায় দলটি। সিলেট টাইটান্সের বিপক্ষে একটি ম্যাচ স্থগিত হলেও আজ সেই সিলেটকেই হারিয়ে আসরের তৃতীয় জয় তুলে নেয় চট্টগ্রাম। চার ম্যাচে তিন জয়ে তারা উঠে গেছে পয়েন্ট টেবিলের শীর্ষে। সমান পয়েন্ট থাকলেও নেট রানরেটে পিছিয়ে রয়েছে রাজশাহী ওয়ারিয়র্স।
এর আগে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ১০ উইকেটের দাপুটে জয় পেয়েছিল চট্টগ্রাম। আজকের জয়টিও ছিল একপ্রকার একতরফা। লক্ষ্য ১২৭ রান তাড়া করতে নেমে ১০ উইকেটের জয় হাতছাড়া হয় কেবল নাইম শেখের আউটে। দলীয় ১১৫ রানে আউট হওয়ার আগে আগের ম্যাচের ধারাবাহিকতা ধরে রেখে তিনি তুলে নেন ফিফটি। ৩৩ বলে অর্ধশত রান করা নাইম ৫২ রান করে সাজঘরে ফেরেন। ৩৭ বলের ইনিংসে ছিল ৪টি চার ও ৩টি ছক্কা।
নাইমের সঙ্গে ওপেনিংয়ে ব্যাট করতে নেমে দুর্দান্ত খেলেন অ্যাডাম রসিংটন। আগের ম্যাচে অপরাজিত ৬০ রানের পর আজ তিনি করেন ৫৩ বলে অপরাজিত ৭৩ রান। তার ইনিংসে ছিল ৮টি চার ও ২টি ছক্কা।
এর আগে সিলেট টাইটান্সকে ১২৬ রানে গুটিয়ে দিতে বড় ভূমিকা রাখেন চট্টগ্রামের অধিনায়ক মেহেদী হাসান। ৪ ওভারে মাত্র ১৮ রান খরচায় তিনি শিকার করেন ২ উইকেট। সমান সংখ্যক উইকেট নেন মির্জা বেগও। সিলেটের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন আজমতউল্লাহ ওমরজাই। পারভেজ হোসেন ইমন করেন ১৭ এবং জাকির হাসান যোগ করেন ১৫ রান।