![]()
বিনোদন ডেস্ক: আমার সকাল ২৪
বলিউড তারকা মালাইকা অরোরা প্রেমের বিষয়ে মুখ খোলেননি, তবে এক সাক্ষাৎকারে তিনি তার পছন্দের পুরুষের গুণাবলী তুলে ধরেছেন। মালাইকা জানিয়েছেন, তিনি নরম স্বভাবের পুরুষ পছন্দ করেন না, বরং সাহসী, রাগী চেহারার পুরুষই তার পছন্দ।
অভিনেত্রীর কথায়, “সে যেন প্রকাশ্যে সাহসের সঙ্গে ফ্লার্ট করতে পারে এবং ভালো চুমু খেতে সক্ষম হয়। পরিপাটি, ফর্সা বা গোঁফ-দাড়ি কামানো পুরুষ আমার একেবারেই পছন্দ নয়।”
তিনি আরও জানান, যে পুরুষ পরনিন্দা করে, তাকে তিনি মোটেও পছন্দ করেন না। মালাইকা রোমান্টিক মানুষ এবং ভালোবাসায় বিশ্বাসী। দ্বিতীয় বিয়ে নিয়ে তিনি বলেন, ভবিষ্যতের কথা বলা এখন সম্ভব নয়।
গত বছর অর্জুন কপূরের সঙ্গে বিচ্ছেদের পর মালাইকার নাম সম্প্রতি হিরে ব্যবসায়ী হর্ষ মেহতার সঙ্গে জড়িয়েছে। তাঁরা সম্প্রতি বেশ ঘনিষ্ঠভাবে দেখা গেছে।