
প্রতিবেদন: ঝুমুরী আক্তার সন্ধ্যা
মার্সেল ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৩ উপলক্ষে দেশের জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেল ক্রেতাদের জন্য চালু করেছে আকর্ষণীয় উপহার ও ক্যাশব্যাক অফার। এ ক্যাম্পেইনে মার্সেল পণ্য কিনে ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন, সিলিং ফ্যানসহ নানা মূল্যবান উপহার জেতার সুযোগ থাকছে।
এই ক্যাম্পেইনের আওতায় মাদারীপুর জেলার শিবচর উপজেলার বাঁশকান্দি এলাকার বাসিন্দা মোঃ রিপন ব্যাপারী একটি মার্সেল ফ্রিজ কিনে উপহার হিসেবে আরেকটি ফ্রিজ পেয়েছেন। তিনি শিবচরের হোম ইলেকট্রনিক্স থেকে ২৮২ লিটারের একটি মার্সেল ফ্রিজ ক্রয় করে উপহার হিসেবে ২১৩ লিটারের আরও একটি ফ্রিজ লাভ করেন।
উপহার বিতরণ অনুষ্ঠানে মার্সেলের হেড অব সেলস মোঃ নুরুল ইসলাম বলেন,
“আমরা সবসময় গ্রাহকদের জন্য ভালো ও আকর্ষণীয় অফার দেওয়ার চেষ্টা করি। এটি মার্সেলের ২৩তম ডিজিটাল ক্যাম্পেইন। এর আগে আমরা সফলভাবে ২২টি সিজন সম্পন্ন করেছি।”
শিবচর হোম ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী মোঃ রিজু মিয়া বলেন,
“শিবচরের মানুষ মার্সেলের পণ্য খুব ভালোভাবে গ্রহণ করেছে। আগের সিজনগুলোতেও আমাদের প্রতিষ্ঠান থেকে টিভি, ফ্যানসহ নানা উপহার গ্রাহকরা পেয়েছেন।”
মার্সেল ব্র্যান্ড ম্যানেজার উদ্দাম হোসেন মৃধা বলেন,
“মার্সেল সবসময় কথা দিয়ে কথা রাখে। ভবিষ্যতেও গ্রাহকদের জন্য আরও আকর্ষণীয় অফার নিয়ে আমরা পাশে থাকবো, ইনশাল্লাহ।”
উপহারপ্রাপ্ত গ্রাহক মোঃ রিপন ব্যাপারী বলেন,
“আমি এবং আমার পরিবার খুবই খুশি। মার্সেলের প্রোডাক্ট সত্যিই অনেক ভালো।”
এ সময় উপস্থিত ছিলেন শিবচর হোম ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী মোঃ রিজু মিয়া, মার্সেলের হেড অব সেলস নুরুল ইসলাম রুবেল, ব্র্যান্ড ম্যানেজার উদ্দাম হোসেন মৃধা, ডিভিশনাল সেলস ম্যানেজার মোঃ সিহাবুল হক, রিজিওনাল সেলস ম্যানেজার মোঃ মাজহারুল হকসহ মার্সেলের অন্যান্য কর্মকর্তারা।
উল্লেখ্য, মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৩ চলবে আগামী ২৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত।