কাউছার আহমেদ, দৌলতপুর (মানিকগঞ্জ)
মানিকগঞ্জের দৌলতপুরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED), দৌলতপুরের আয়োজনে এ কর্মশালার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার নাহিয়ান নুরেনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী এবিএম খোরশেদ আলম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বেটসে প্রকল্পের টিম লিডার মহিদুর রহমান খান।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন—
দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসানুল আলম,
উপজেলা নির্বাহী প্রকৌশলী খন্দকার এনামুস সালেহীন,
থানার তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ ফরিদ মিয়া,
উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম,
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহসীন উল হাসান,
বিভিন্ন ইউপি চেয়ারম্যান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কর্মশালায় বক্তারা গ্রামীণ সড়ক ব্যবস্থাপনার উন্নয়ন, কোর রোড নেটওয়ার্ক নির্ধারণ এবং অগ্রাধিকারভিত্তিক সড়ক উন্নয়ন পরিকল্পনা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।