
জুয়েল রানা
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
রাজধানীর দিয়াবাড়িতে অবস্থিত মানারুশ শারক্ব মাদরাসা প্রাঙ্গণে প্রাক্তন ছাত্র-শিক্ষক পুনর্মিলনী ও আন্তর্জাতিক সেমিনার ২০২৬ জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি ২০২৬) আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও আন্তর্জাতিক ইসলামিক স্কলার মাওলানা শারাফাতুল্লাহ নদভী হাফিজাহুল্লাহ।
অনুষ্ঠানটি দুই পর্বে অনুষ্ঠিত হয়।
প্রথম পর্বে “দাওয়াতের ক্ষেত্রে আধুনিক তথ্য প্রযুক্তির ভূমিকা” শীর্ষক একটি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহাফ গার্ডের কো-ফাউন্ডার ও সিইও মো. নিজাম উদ্দিন। মূল প্রেজেন্টেশন উপস্থাপন করেন কাহাফ গার্ডের কো-ফাউন্ডার ও সিটিও ওমর আল জাবের।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন দারুল আরকামের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা সানাউল্লাহ আজহারী, আব্দুর রহিম আজহারী, মাওলানা আরিফ আজহারী, মাওলানা বেলাল নদভীসহ দেশবরেণ্য ইসলামিক স্কলারগণ। সেমিনার শেষে মাদরাসার প্রাক্তন কৃতী শিক্ষার্থীরা তাঁদের স্মৃতিচারণ ও অনুভূতি ব্যক্ত করেন।
দ্বিতীয় পর্বে আশুলিয়ার রুস্তমপুরে অবস্থিত মাওলানা শারাফাতুল্লাহ নদভী শিক্ষা কমপ্লেক্সে আগত অতিথি ও প্রাক্তন শিক্ষার্থীদের সম্মানে প্রীতিভোজের আয়োজন করা হয়। এ সময় অতিথি ও শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
সমাপনী বক্তব্যে মাওলানা শারাফাতুল্লাহ নদভী হাফিজাহুল্লাহ তাঁর ভবিষ্যৎ শিক্ষাবিষয়ক পরিকল্পনা তুলে ধরেন এবং দেশের শিক্ষা ব্যবস্থায় একটি নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে সকলের নিকট দোয়া কামনা করেন।
অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সঞ্চালনা করেন মুফতি রুহুল আমিন নোমানী, ভারপ্রাপ্ত প্রিন্সিপাল, মানারুশ শারক্ব মাদরাসা।