ঢাকা, 01 মে, 2024:
'মানবতার ফেরিওয়ালা' খ্যাত মিল্টন সমাদ্দারকে অবশেষে আইনের হাতে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বুধবার (১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকার মিরপুর থেকে তাকে আটক করা হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দক্ষিণ পাইকপাড়ার 'চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার' আশ্রম থেকেই তাকে আটক করা হয়েছে। বর্তমানে ওই আশ্রমে তল্লাশি অভিযান চলছে।
অভিযোগের ঝড়:
'চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার' নামক বৃদ্ধাশ্রমের আড়ালে মিল্টন সমাদ্দারের নানা অপকর্মের খবর প্রকাশিত হলে দেশব্যাপী তুমুল সমালোচনার ঝড় ওঠে। একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে বৃদ্ধাশ্রমে অমানুষিক নির্যাতন, আর্থিক অনিয়ম, যৌন নির্যাতনসহ নানা অপরাধের অভিযোগ ওঠে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে।
মিল্টনের দাবি:
যদিও মিল্টন সমাদ্দার গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে সকল অভিযোগ অস্বীকার করেন। নিজের পক্ষে কিছু তথ্যপ্রমাণ ও যুক্তিও তুলে ধরেন। কিন্তু তদন্তে তার দাবি ও উপস্থাপিত তথ্যপ্রমাণের বেশিরভাগই মিথ্যা বলে প্রমাণিত হয়।
আইনের হাত:
অবশেষে দীর্ঘদিনের অপেক্ষার পর আইনের হাত গ্রেপ্তার করল মিল্টন সমাদ্দারকে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে কি স্বীকার করে তা এখনও জানা যায়নি।
আইনের বিচারেই তার অপরাধের প্রমাণ হলে ন্যায্য বিচার পাবে সে।
এই ঘটনায় আপনার মতামত কী?