
মানতলা ডিজিটাল ডায়াগনস্টিকের উদ্যোগে মাধবপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: ফোরকান উদ্দিন রোমান
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বানিয়াপাড়া কমিউনিটি ক্লিনিকে মানতলা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে আজ অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প। সকাল ৯টা থেকে রোগীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।
ক্যাম্পে উপস্থিতদের জন্য সাধারণ চিকিৎসা, রক্তচাপ ও সুগার পরীক্ষা, প্রাথমিক সেবা এবং স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়। এলাকার নারী–পুরুষ, শিশু ও বৃদ্ধসহ বিভিন্ন শ্রেণির মানুষ বিনামূল্যে চিকিৎসা সুবিধা গ্রহণ করেন।
ক্যাম্পের সার্বিক পরিচালনায় থাকা জনাব মোঃ শামসুল আলম বলেন, “স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। আমাদের লক্ষ্য স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত মানুষের দোরগোড়ায় চিকিৎসা পৌঁছে দেওয়া। আজকের প্রতিক্রিয়া প্রমাণ করে যে গ্রামের মানুষ এই ধরনের উদ্যোগের জন্য খুবই আগ্রহী।”
এলাকাবাসী জানান, বানিয়াপাড়ার মতো দূরবর্তী এলাকায় বিনামূল্যে চিকিৎসা কার্যক্রম বিরল। তারা এ ধরনের ক্যাম্পকে আশীর্বাদ হিসেবে বর্ণনা করেছেন এবং ভবিষ্যতেও এ ধরনের সেবা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।