ফোরকান উদ্দিন রোমান, হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা স্টেশন বাজারে একটি পাখির দোকানে অভিযান চালিয়ে ২০টি দেশীয় বন্যপ্রাণী উদ্ধার করেছে বন বিভাগ ও উপজেলা প্রশাসনের যৌথ দল।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে পরিচালিত এ অভিযানে অবৈধভাবে দোকানে আটক রাখা ও বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শিত দেশীয় বিভিন্ন প্রজাতির বন্যপাখি জব্দ করা হয়। উদ্ধারকৃত প্রাণীগুলোর মধ্যে ছিল ১০টি ঝুঁটি শালিক, ৫টি তিলা ঘুঘু ও ৫টি টিয়া।
জেলা প্রশাসক ড. ফরিদুর রহমানের নির্দেশে অভিযানটি পরিচালনা করেন মাধবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুজিবুল ইসলাম। অভিযানে পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করা সংগঠন 'পাখি প্রেমিক সোসাইটি' সহযোগিতা করে।
অভিযানের সময় দোকানটির মালিক স্থানীয় পাখি ব্যবসায়ী মালু মিয়াকে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়। উদ্ধারকৃত সব পাখি অবমুক্ত করার জন্য জব্দ করে নিরাপদ স্থানে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রশাসনের কর্মকর্তারা জানান, প্রকৃতি ও পরিবেশ রক্ষায় এই ধরনের অভিযান চলমান থাকবে এবং কেউ বন্যপ্রাণী শিকার বা বিক্রয়ের সঙ্গে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।