প্রিন্ট এর তারিখঃ মে ১০, ২০২৫, ১:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৬, ২০২৫, ৪:৩০ অপরাহ্ণ
মাধবপুরে শ্রেষ্ঠ খামারী হিসেবে পুরস্কৃত হলেন জয়নাল আবেদীন

মাধবপুরে শ্রেষ্ঠ খামারী হিসেবে পুরস্কৃত হলেন জয়নাল আবেদীন
হবিগঞ্জ জেলা প্রতিনিধি : ফোরকান উদ্দিন রোমান
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ৩নং বহরা ইউনিয়নের বহরা গ্রামের বাসিন্দা জয়নাল আবেদীন জনু এবার শ্রেষ্ঠ খামারী হিসেবে পুরস্কার পেয়েছেন। কোয়ালিটি একোয়াব্রীডস লিমিটেডের ৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই স্বীকৃতি অর্জন করেন।
জয়নাল আবেদীন জনু পেশাগতভাবে একজন সফল খামারী। তার প্রতিষ্ঠিত "জয়নাল ডেইরি ফার্ম" এখন একটি পরিচিত নাম। তিনি তার খামারটি মাত্র একটি গরু দিয়ে শুরু করেছিলেন। কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের ফলে বর্তমানে তার খামারে বহু সংখ্যক গবাদি পশু রয়েছে। এছাড়াও তিনি মাছ চাষ প্রকল্পেও সফলতা অর্জন করেছেন।
পুরস্কার গ্রহণের পর জয়নাল আবেদীন জনু বলেন, "আমি উদ্যোক্তা হতে চেয়েছিলাম। শুরুটা অনেক কঠিন ছিল, তবে ধৈর্য ও পরিশ্রমের মাধ্যমে আজ এই জায়গায় পৌঁছাতে পেরেছি। আল্লাহর রহমতে এখন আমার খামারে অনেকগুলো গরু রয়েছে, পাশাপাশি মাছ চাষেও ভালো সাফল্য পেয়েছি।"
তার এ অর্জন উদ্যোক্তাদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
© All rights reserved 2025 Amar Sokal