হবিগঞ্জ জেলা প্রতিনিধি : ফোরকান উদ্দিন রোমান
মাধবপুর উপজেলার পৌর শহরসহ ১২টি ইউনিয়নে আনুমানিক ১০ হাজার ডিপ টিউবওয়েলে (গভীর নলকূপ) পানি না ওঠায় চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। অধিকাংশ বাড়ির টিউবওয়েল অকেজো হয়ে গেছে। কিছু টিউবওয়েল থেকে পানি সংগ্রহ করা গেলেও এক বাড়ি থেকে অন্য বাড়িতে গিয়ে তা আনতে হচ্ছে।
স্থানীয়রা জানান, তীব্র দাবদাহে অধিকাংশ পুকুর ও খাল শুকিয়ে যাওয়ায় ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে গেছে। ফলে গভীর নলকূপগুলো অকেজো হয়ে পড়েছে এবং সুপেয় পানির সংকট তীব্র হয়েছে।
৩নং বহরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. ফয়সল মিয়া বলেন, ‘আমাদের চারপাশের খালগুলো অবৈধ দখল ও স্থাপনা নির্মাণের কারণে শুকিয়ে গেছে। একসময় কৃষি কাজে খালের পানি ব্যবহার করা হতো, কিন্তু এখন সেখানে পানি না থাকায় ভূগর্ভস্থ পানি টেনে সাবমার্সিবল পাম্প দিয়ে চাষাবাদ করতে হচ্ছে।’
একই এলাকার আরেক বাসিন্দা মো. জিম্মি চৌধুরী জানান, ‘মাধবপুর উপজেলায় জমির দাম প্রতি বছর দ্বিগুণ বাড়ছে। ফলে শহরের ৯৫ শতাংশ পুকুর ভরাট হয়ে গেছে। এতে ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় গভীর নলকূপেও পানি উঠছে না। রান্না, গোসলসহ নিত্যপ্রয়োজনীয় কাজে পর্যাপ্ত পানি সংগ্রহ করা কঠিন হয়ে পড়েছে।’
ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ার পাশাপাশি, অবৈধ দখল ও জলাশয় ভরাটের কারণে পানির সংকট আরও প্রকট হয়ে উঠছে বলে দাবি স্থানীয়দের। এ বিষয়ে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।