ফোরকান উদ্দিন রোমান, হবিগঞ্জ মাধবপুর প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনগণের কাছে পৌঁছে দিতে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচির নেতৃত্ব দেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম।
সোমবার বিকালে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
এ সময় অ্যাডভোকেট আমিনুল ইসলাম বলেন,
“তারেক রহমানের ৩১ দফা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি জাতীয় পুনর্গঠনের একটি বাস্তব রূপরেখা। দেশের জনগণ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান।”
সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া আক্তার হেলেন বলেন,
“নারীর ক্ষমতায়ন ও সামাজিক ন্যায়বিচারের বিষয়গুলো এই ৩১ দফায় সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। আমরা নারীরাও আজ এই আন্দোলনের অংশ হতে পেরে গর্বিত।”
৩নং বহরা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিন আলম রিপন বলেন,
“আমরা তৃণমূল পর্যায়ে মানুষের কাছে পৌঁছে দিতে কাজ করছি। জনগণ এখন বিএনপির পক্ষে ঐক্যবদ্ধ।”
নুরুল হক বলেন,
“বাংলাদেশের প্রতিটি মানুষ পরিবর্তনের প্রত্যাশায় আছে। এই ৩১ দফা বাস্তবায়নই সেই পরিবর্তনের চাবিকাঠি।”
অনুষ্ঠান শেষে শান্তিপূর্ণভাবে লিফলেট বিতরণ কার্যক্রম শেষ হয়। নেতাকর্মীরা তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার ব্যক্ত করেন।