ফোরকান উদ্দিন রোমান,হবিগঞ্জ প্রতিনিধি:
মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইউরিন পরীক্ষার মেশিন দীর্ঘদিন যাবত অচল থাকায় সাধারণ রোগীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। চিকিৎসার জন্য আসা রোগীদেরকে বাইরে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে টাকা খরচ করে পরীক্ষা করাতে বাধ্য করা হচ্ছে।
স্থানীয় এক রোগী ক্ষোভ প্রকাশ করে বলেন, “সরকারি হাসপাতালে আসলাম টেস্ট করার জন্য, কিন্তু বলে ইউরিন মেশিন নষ্ট। পরে পাশের ডায়াগনস্টিকে গিয়ে ৩০০ টাকা দিয়ে করালাম। তাহলে এই হাসপাতালে আসার মানে কী?”
সূত্র জানায়, ইউরিন অ্যানালাইসিস মেশিনটি গত ১ মাস ধরে অচল অবস্থায় পড়ে আছে, তবে তা মেরামতের বা বিকল্প ব্যবস্থা নেওয়ার তেমন কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।
স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমরা একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। কিন্তু এখনও ব্যবস্থা নেওয়া হয়নি। এতে করে রোগীদের পাশাপাশি চিকিৎসকরা সঠিক রোগ নির্ণয়ে সমস্যায় পড়ছেন।”
এদিকে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত সাধারণ মানুষেরা বলছেন, শুধুমাত্র টেস্টের জন্য যদি বাইরের প্রাইভেট সেন্টারে যেতে হয়, তাহলে সরকারি স্বাস্থ্যসেবা ব্যবস্থার উপকার তারা কীভাবে পাবে?
জনগণ দ্রুত ইউরিন টেস্ট মেশিন মেরামত ও কার্যকর করার দাবি জানিয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুস্পষ্ট জবাবদিহিতা চায়।