নেছারাবাদ (পিরোজপুর) সংবাদদাতা মোঃ মুনির হোসেন: ১৫মে বৃহস্পতিবার নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের জুলুহার বাজার সংলগ্ন মক্কা মদিনা স্বতন্ত্র ইবতেদায়ী ও হাফেজী মাদ্রাসার ছাত্রদের মাঝে সবক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সবক প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের জামায়াতে ইসলামী নেছারাবাদ উপজেলার আমির মাওলানা আবুল কালাম আজাদ, সভাপতিত্ব করেন হাজী মো হিরন হাওলাদার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমুদয়কাঠী ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ আবু হানিফ, বিএনপি নেতা মোঃ আখতার হোসেন, জামাতের ইউনিয়ন সেক্রেটারি মোঃ মুহিবুল্লাহ, মাদ্রাসার মুহতামিম হাফেজ মোঃ শরিফুল ইসলাম। মাদ্রাসার জমি দাতা আবুল বাশার খান, প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত ছাত্র, অভিভাবক ও সুধীমন্ডলীকে উদ্দেশ্য করে বলেন, ধর্মীয় শিক্ষা তথা কুরআন এবং হাদিসের শিক্ষা গ্রহনের কোন বিকল্প নেই। সন্তান যদি ইসলামিক শিক্ষা গ্রহণ করে তাহলে বাবা-মায়ের অসম্মান করবে না, সম্মান করবে। তিনি বলেন, মুসলমানদের ইতিহাস গৌরব উজ্জ্বল ইতিহাস। মুসলমানরা শুধু মসজিদ মাদ্রাসা মুখী ছিলেন না কোরআন-হাদিস, জ্ঞান-বিজ্ঞান সব কিছুতে পারদর্শী ছিল।
তিনি আরো বলেন, যার ভিতর ভয়নেই, তাকওয়া নেই তার কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না। সমাজের প্রত্যেকটি স্তরে যদি ন্যায়-নীতিবান, তাকওয়াবান লোক বসানো যায় তাহলে ইসলামী সমাজ, সাম্যের সমাজ গঠন করা যাবে। এজন্য ইসলামী শিক্ষার প্রয়োজন রয়েছে। আলোচনা এবং সবক প্রধান শেষে তিনি দোয়া মোনাজাত পরিচালনা করেন।