
মাদুরোকে-আটক:-মার্কিন-‘আগ্রাসন’-নিয়ে-ইরানের-অবস্থান-কী?
নিউজ ডেস্ক, আমার সকাল ২৪।
ভেনেজুয়েলার জনগণ ও দেশটির নির্বাচিত সরকারের প্রতি সমর্থন দেয়ার কথা জানিয়েছে ইরান। রোববার (৪ জানুয়ারি) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল পিন্তোর সঙ্গে এক ফোনালাপে তেহরানের পক্ষ থেকে সমর্থনের কথা জানিয়েছেন।
এক প্রতিবেদনে এ তথ্য জানায় সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, আরাঘচি ভেনেজুয়েলার বিরুদ্ধে ‘মার্কিন সামরিক আগ্রাসন’ এবং দেশটির ‘বৈধ প্রেসিডেন্ট ও তার স্ত্রীর অপহরণ’-এর তীব্র নিন্দা জানান। বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের স্পষ্ট উদাহরণ’ এবং এটি ভেনেজুয়েলার সার্বভৌমত্ব চরম লঙ্ঘন। এর আগে, শনিবার (৩ জানুয়ারি) ভেনেজুয়েলার বিরুদ্ধে মার্কিন সামরিক হামলার নিন্দা জানায় ইরান। মার্কিন বাহিনী এক সামরিক অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করেছে—এমন প্রতিবেদনের পর তেহরান ওয়াশিংটনের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তোলে।
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প শনিবার ঘোষণা দেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে লক্ষ্য করে রাতভর অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করেছে। আপাতত যুক্তরাষ্ট্র দেশটির নিয়ন্ত্রণ নেবে এবং প্রয়োজনে সেখানে মার্কিন সেনা মোতায়েন করা হতে পারে বলেও মন্তব্য করেন ট্রাম্প।