
মাদারীপুর জেলা প্রতিনিধি মো: সুমন
মাদারীপুর-১ আসনে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে বুধবার সন্ধ্যায় পাচচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ও মাদবরচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে কামাল জামান মোল্লা আবেগঘন বক্তব্য দেন এবং ভোটে বিজয়ী হয়ে এলাকার উন্নয়ন ও অধিকার আদায়ে কাজ করার জন্য জনগণের সহযোগিতা কামনা করেন। স্থানীয় জনসাধারণ ও গণ্যমান্য ব্যক্তিরা তার প্রতি সমর্থন প্রকাশ করেন। প্রার্থীর কর্মী-সমর্থকরা নানা স্লোগান দিয়ে বৈঠককে উৎসবমুখর করে তোলেন।