
মো. সুমন
মাদারীপুর জেলা প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুর-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচনী প্রচারণা জোরদার করতে শিবচর উপজেলা ও পৌরসভা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে শিবচর উপজেলার মাদবরেচর ইউনিয়নের চৌধুরী বাড়িতে শিবচর উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে এ যৌথসভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী চৌধুরী নাদিরা আক্তার। তিনি বলেন, আগামী নির্বাচনে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় সকলে মিলেই মাঠে সক্রিয় থাকতে হবে।
যৌথসভায় আরও উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান, সদস্য সচিব সোহেল রানা, সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী, শিবচর পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক হেমায়েত হোসেন খান, উপজেলা বিএনপির সদস্য জহের গোমস্তা, উপজেলা যুবদলের সাবেক সভাপতি বাকাউল করিম খান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ খান তুরাগ ও সদস্য সচিব সাইদুর রহমান সিহাবসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।