![]()
বরিশাল প্রতিনিধি
মাদারীপুরে ঢাকা–বরিশাল মহাসড়কের ডাসার উপজেলার গোপালপুর এলাকায় সড়কে গাছ ফেলে অবরোধ সৃষ্টি করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। রোববার ভোর থেকে শুরু হওয়া এ অবরোধের কারণে মহাসড়কে সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে মাদারীপুর জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপালপুর এলাকায় জড়ো হয়ে মহাসড়কের বিভিন্ন স্থানে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ গড়ে তোলেন। এতে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং যাত্রী ও চালকদের চরম ভোগান্তিতে পড়তে হয়।
অবরোধের খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সড়ক থেকে গাছ সরানোর কাজ শুরু করেছে এবং যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।