মোঃ রাকিবুজ্জামান দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
টুয়াখালী দশমিনায় নিষেধাজ্ঞা অমান্য করে গদিতে মা ইলিশ পাওয়ায় সিলগালা করেছে মৎস্য কর্মকর্তা ও নৌপুলিশ ফাঁড়ি ।
গতকাল রবিবার রাতে উপজেলার রনগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর বাজারে জুয়েলের নামের এক মৎস্য ব্যবসায়ীর গদি থেকে জাটকা ও ডিমওয়ালা ইলিশ জব্দ করে নৌপুলিশ ফাঁড়ি ও মৎস্য অফিস।
মৎস্য গদি ব্যবসায়ীর জুয়েল হাওলাদার উপজেলার রনগোপালদী ইউনিয়নের গুলির পুল এলাকার বাসিন্ধা।
জুয়েল হাওলাদার ঐ এলাকার ইউছুফ হাওলাদারে ছেলে।
মৎস্য অফিস নৌপুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,
ইলিশের প্রধান প্রজনন মৌসুম হিসেবে এবার ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন মা ইলিশ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।
এসময় জাটকা ইলিশ নিধন, বিক্রি, সংরক্ষণ, পরিবহন আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হয়৷
দশমিনা মৎস্য কর্মকর্তা মো. নুরুল ইসলাম বলেন,
আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি রনগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর বাজারে জুয়েলের নামের এক মৎস্য ব্যবসায়ীর গদি থেকে জাটকা ও মা ইলিশ রয়েছে। পরে নৌপুলিশ ফাঁড়ি টিম নিয়ে অভিযান পরিচালনা করে আনুমানিক ১০ কেজি জাটকা ও মা ইলিশ মাছ জব্দ করি। অভিযানের আগেই মৎস্য গদি ব্যবসায়ীর জুয়েল হাওলাদার পালিয়ে চলে যায়।
উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের নির্দেশনা মোতাবেক নিকটস্থ ২টি এতিমখানায় জব্দকৃত মাছগুলো বিতরণ করে দেওয়া হয় ও জুয়েল সরকারের নিষেধাজ্ঞা অমান্য করায় তার
মাছের আড়ৎ সাময়িক সিলগালা করে তাকে এই কার্যক্রম থেকে বিরত রাখছি।