
নুর ইসলাম, মহম্মদপুর উপজেলা প্রতিনিধি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাগুরা-২ সংসদীয় আসন থেকে সাবেক তিনবারের সংসদ সদস্য কাজী সালিমুল হক কামালের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। বুধবার তৃণমূল পর্যায়ের বিএনপি নেতাকর্মীরা আনুষ্ঠানিকভাবে তাঁর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ সময় মহম্মদপুর ও শালিখা উপজেলার বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতাকর্মীরা জানান, দীর্ঘদিনের পরীক্ষিত ও অভিজ্ঞ এই নেতার নেতৃত্বে মাগুরা-২ আসনে সংগঠন আরও শক্তিশালী হবে বলে তারা আশাবাদী।
নেতারা আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় ঐক্য ও সাংগঠনিক শক্তির মাধ্যমে জনগণের সমর্থন আদায়ে কাজী সালিমুল হক কামাল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। মনোনয়নপত্র সংগ্রহের মাধ্যমে নির্বাচনী কার্যক্রমের প্রাথমিক ধাপ সম্পন্ন হওয়ায় এলাকায় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।