মোঃ ফারুক সরকার
শাজাহানপুর উপজেলা প্রতিনিধি, বগুড়া
বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের নগর আজিরন রাবেয়া মহিলা আলিম মাদ্রাসা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। সদ্য গঠিত এড হক কমিটির সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন তাশফিকুর রহমান পাভেল—যিনি শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এবং আমরুল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মতিউর রহমান শিশুর পুত্র।
স্থানীয়দের অভিযোগ, মতিউর রহমান শিশুর অতীত রাজনৈতিক সংশ্লিষ্টতা ছিল একটি নিষিদ্ধ ঘোষিত ইসলামীক রাজনৈতিক দলের সঙ্গে। পরবর্তীতে তিনি আওয়ামী লীগের ছায়ায় এসে রাজনৈতিকভাবে পুনর্বাসনের চেষ্টা চালিয়েছিলেন। এখন একই পথ ধরে এগোচ্ছেন তার পুত্র তাশফিকুর রহমান পাভেল।
এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে এই পরিবার ছাড়া স্থানীয়রা প্রতিষ্ঠানটিতে প্রভাব বিস্তারের সুযোগ পাননি। মাদ্রাসার অধ্যক্ষ থাকলেও তা প্রকাশ না করে সভাপতির মতো শীর্ষ পদে বসানো হয়েছে, যা প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে সচেতন মহলে।
স্থানীয়রা অভিযোগ করেন, একটি নারী শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনৈতিক পুনর্বাসনের হাতিয়ার বানানো হয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, শিক্ষা প্রতিষ্ঠানে নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠীর ছায়াপাত শুরু হলে তা আওয়ামী লীগের আদর্শকেও ক্ষতিগ্রস্ত করবে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো দলীয় স্বার্থের বলি হয়ে পড়বে।
তাদের মতে, এখনই থামাতে হবে শিক্ষা প্রতিষ্ঠানে নিষিদ্ধ রাজনৈতিক প্রভাব ও পুনর্বাসনের এই প্রক্রিয়া।