
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সীমান্তে অভিযান: বাইসাইকেলসহ ৫০০ পিস ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার
জাহিদুল ইসলাম
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ: তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় সদা সতর্ক রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সীমান্ত এলাকায় মাদকবিরোধী কঠোর অভিযান পরিচালনা করে যাচ্ছে।
গতকাল ২৫ নভেম্বর রাত আনুমানিক ১০টা ৪০ মিনিটে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর আজমতপুর বিওপি’র একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮১ থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের ভেতরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহাবাজপুর ইউনিয়নের জাহাঙ্গীরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে টহল দল মালিকবিহীন অবস্থায় ভারতীয় নেশাজাতীয় buprenorphine ইনজেকশন ৫০০ পিস এবং একটি বাইসাইকেল উদ্ধার করতে সক্ষম হয়। তবে অভিযানের সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
উদ্ধারকৃত ইনজেকশনগুলো জিডি এন্ট্রি শেষে শিবগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম উদ্ধার অভিযান ও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।