
বিশেষ প্রতিনিধি: মোঃ আসাদুজ্জামান
ঢাকার মহাখালীতে ২২ নভেম্বর, ২০২৫ তারিখে রাত সোয়া ৯টার দিকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সামনে বৈশাখী পরিবহনের একটি চলন্ত বাসে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বাসের পেছনের অংশ থেকে আগুনের সূত্রপাত হয়। অনেক যাত্রী বাসের জানালা ভেঙে দ্রুত বের হয়ে আসেন। আগুন লাগার পর কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মো. শাহজাহান জানিয়েছেন, আগুন লাগার কারণ এবং হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। আগুনে বাসের ভেতরের আসন ও ইঞ্জিন পুড়ে গেছে।
সম্প্রতি রাজধানীতে আরও কয়েকটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে কিছু ঘটনা দুর্বৃত্তদের অগ্নিসংযোগ বলে মনে করা হচ্ছে। এর পেছনে রাজনৈতিক অস্থিরতা ও অবরোধের মতো কারণগুলোও বলা হচ্ছে।