
মহম্মদপুর উপজেলা প্রতিনিধি
নুর ইসলাম
বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের আপোষহীন নেত্রী ও দেশমাতা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মহম্মদপুর সদরে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মহম্মদপুর সদরের কাজী সালিমুল হক মহিলা কলেজ প্রাঙ্গণে মহম্মদপুর উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি জনাব গোলাম আজম সাবু মিয়া। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব মিজানুর রহমান মিজান।
দোয়া মাহফিলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এ সময় দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্যও দোয়া করা হয়।
আল্লাহ তায়ালা দেশমাতা বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমীন।