
মসজিদে পবিত্র কুরআন তিলাওয়াত করতে করতে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি মুসলিম সমাজে গভীর শোকের পাশাপাশি ধর্মপ্রাণ মানুষের মাঝে আবেগঘন প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই যুবক নিয়মিত নামাজ ও কুরআন তিলাওয়াত করতেন। ঘটনার দিন তিনি মসজিদে কুরআন পাঠরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং সেখানেই ইন্তেকাল করেন।
ইসলামের দৃষ্টিতে কুরআন তিলাওয়াত ও ইবাদতেরত অবস্থায় মৃত্যুবরণ করাকে সৌভাগ্যপূর্ণ পরিণতি বা হুসনে খাতিমা হিসেবে দেখা হয়। আলেমরা মনে করেন, এ ধরনের মৃত্যু প্রমাণ করে যে আল্লাহ তাআলা তাঁর ঘরে, তাঁর কালামের সঙ্গে সম্পৃক্ত অবস্থায় বান্দাকে কবুল করে নিয়েছেন।
এই ঘটনা মুসলমানদের জন্য এক গভীর শিক্ষা বহন করে। এটি স্মরণ করিয়ে দেয়—জীবনের প্রকৃত সাফল্য দুনিয়ার ভোগ-বিলাস বা সম্পদে নয়; বরং আল্লাহর ইবাদত, কুরআনের সঙ্গে সম্পর্ক এবং ঈমানের অবস্থায় মৃত্যুবরণ করার মধ্যেই নিহিত।
মরহুমের রূহের মাগফিরাত কামনা করে দেশজুড়ে দোয়া করা হচ্ছে।
আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।