
আনহাজ হোসাইন হিমেল
বার্তা সম্পাদক | আমার সকাল ২৪
জাতীয় রাজনীতিতে তরুণ নেতৃত্বের উত্থান দিন দিন আরও দৃশ্যমান হয়ে উঠছে। সেই ধারাবাহিকতায় বাগেরহাট-২ ( বাগেরহাট সদর ও কচুয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে তরুণ সংগঠক শেখ মনজুরুল হক রাহাদকে।
দলীয় পার্লামেন্টারি বোর্ডের অনুমোদনক্রমে এবং জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের স্বাক্ষরিত আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে তাঁর প্রার্থিতা চূড়ান্ত করা হয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি জামায়াতে ইসলামীর প্রতীক “দাঁড়িপাল্লা” নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
মনজুরুল হক রাহাদ দীর্ঘদিন ধরে জামায়াতে ইসলামীর বাগেরহাট জেলা কর্মপরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি জেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতির দায়িত্বেও রয়েছেন। মাঠপর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা, তরুণদের রাজনীতিতে সম্পৃক্ত করা এবং সাংগঠনিক দক্ষতার মাধ্যমে তিনি ইতোমধ্যেই দলের একটি আস্থাভাজন নাম হিসেবে পরিচিতি পেয়েছেন।
দলীয় সূত্রে জানা যায়, তরুণ নেতৃত্বকে সামনে আনার কৌশলের অংশ হিসেবেই তাঁকে এই আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। স্থানীয় নেতা-কর্মীদের মতে, তাঁর প্রার্থিতা এলাকাজুড়ে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি করেছে। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা লক্ষ্য করা যাচ্ছে।
জামায়াতে ইসলামী জানিয়েছে, এবারের নির্বাচনে “দাঁড়িপাল্লা” প্রতীকের মাধ্যমে তারা জনগণের অধিকার রক্ষা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং নৈতিক ও মূল্যবোধভিত্তিক সমাজ গঠনের অঙ্গীকার নিয়ে মাঠে নামছে। সেই লক্ষ্যে তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে মনজুরুল হক রাহাদকে দলের নবযাত্রার প্রতীক এবং পরিবর্তনের সম্ভাবনাময় মুখ হিসেবে দেখা হচ্ছে।