মধুখালীতে র্যাবের অভিযানে ৬৬ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
মো: শাহীন হাওলাদার
ফরিদপুরের মধুখালীতে র্যাব-১০ এর বিশেষ অভিযানে ৬৬ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ৯টা ৪০ মিনিটে মধুখালী বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃতরা হলেন সাতক্ষীরার আলী হোসেন সরদার (৪৮) এবং ফরিদপুরের মনিরুল ইসলাম মাসুম (৪০)। র্যাব জানায়, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিলেন।
অভিযানে প্রায় ১ লাখ ৯৮ হাজার টাকার মাদক উদ্ধার করা হয় এবং পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান চলমান থাকবে।













