
মো: শাহীন হাওলাদার, ক্রাইম রিপোর্টার
মধুখালীতে চেতনানাশক খাইয়ে এক ইজিবাইক চালককে অচেতন করে ব্যাটারি চালিত ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে মধুখালী থানা পুলিশ। এ সময় ছিনতাই হওয়া ইজিবাইকটি উদ্ধার করা হয়।
পুলিশ ও ভুক্তভোগী পরিবারের তথ্য অনুযায়ী, গত ৬ জানুয়ারি ইজিবাইক চালক মোঃ আজাদ হোসেন মল্লিক প্রতিদিনের মতো বালিয়াকান্দি বাজারে যান। সেখানে কয়েকজন অচেনা ব্যক্তি মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার কথা বলে ইজিবাইক রিজার্ভ করে।
স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় পৌঁছানোর পর তারা কৌশলে বিস্কুটের সঙ্গে চেতনানাশক মিশিয়ে খাইয়ে চালককে অচেতন করে সেখানেই ফেলে রেখে ইজিবাইক নিয়ে পালিয়ে যায়। পরে স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ ভুক্তভোগীর পরিবারকে জানালে তারা মধুখালী থানায় সাধারণ ডায়েরি করেন।
ঘটনার পর উপ-পরিদর্শক (এসআই) মোঃ মাসুদ হোসেনের নেতৃত্বে পুলিশ টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় ৭ জানুয়ারি অভিযান পরিচালনা করে। এতে পার্শ্ববর্তী বোয়ালমারী রেলস্টেশন এলাকা থেকে ছিনতাই হওয়া ইজিবাইকসহ চক্রের এক সদস্যকে আটক করা হয়।
গ্রেফতারকৃত মোঃ ইউসুফ (২১), ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার আব্দুল বারেকের ছেলে।
মধুখালী থানার ওসি মোঃ তাইজুর রহমান জানান, চেতনানাশক ব্যবহার করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় একজনকে গ্রেফতার এবং ইজিবাইক উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে আসামিকে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।