
মোঃ মেহেদী হাসান, ফরিদপুর প্রতিনিধি, আমার সকাল ২৪
ফরিদপুরের জনপ্রিয় সাংবাদিক সংগঠন মডেল প্রেসক্লাব ফরিদপুর এর মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের আয়োজনে শুক্রবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টায় ক্লাবের নিজস্ব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মডেল প্রেসক্লাব ফরিদপুরের সভাপতি লায়ন হায়দার খান। উপস্থিত ছিলেন দৈনিক আজকের সারাদেশ পত্রিকার প্রধান সম্পাদক আলমাছ আলী, দৈনিক প্রতিদিনের খবর পত্রিকার বাতায়ন সম্পাদক নুরুল হাবিব, দৈনিক সংলাপ পত্রিকার জেলা প্রতিনিধি কাজী ইকরাম, দৈনিক বাংলার দূত পত্রিকার জেলা প্রতিনিধি কাজী সাদাত মাহমুদ, দৈনিক একুশের কণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মো. মজিবুর রহমান, দৈনিক দেশের পত্র ফরিদপুর জেলা ভ্রাম্যমাণ প্রতিনিধি ও সালথা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক প্রতিদিনের খবর পত্রিকার স্টাফ রিপোর্টার গোলাম মোশেদ খান, সালথা প্রতিনিধি রুবেল রানা, উপজেলা প্রতিনিধি নগরকান্দা লিটন হোসেন, দৈনিক গণতদন্ত পত্রিকার সালথা প্রতিনিধি সাহিদ গাজী প্রমুখ। সভায় জেলা ও বিভিন্ন উপজেলার জাতীয় ও স্থানীয় পত্রিকা এবং ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত প্রায় অর্ধশত সংবাদকর্মী অংশ নেন।
সভায় সভাপতির বক্তব্যে লায়ন হায়দার খান বলেন, “সাংবাদিক সমাজ জাতির বিবেক। সংবাদ সংগ্রহ ও পরিবেশনের ক্ষেত্রে সততা, পেশাদারিত্ব এবং দক্ষতা বজায় রাখা সাংবাদিকদের নৈতিক দায়িত্ব। কোনো অবস্থাতেই অন্যায়ের সঙ্গে আপস করা যাবে না। বর্তমানে কিছু ব্যক্তি ভুয়া মিডিয়ার পরিচয় ব্যবহার করে হলুদ সাংবাদিকতায় জড়িয়ে পড়ছে। প্রকৃত সাংবাদিকদের এসব অপসাংবাদিকতা থেকে দূরে থাকতে হবে এবং সম্মিলিতভাবে তা প্রতিহত করতে হবে।
তিনি আরও বলেন, “মডেল প্রেসক্লাব ফরিদপুর সমাজ গঠনে গঠনমূলক ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় বিশ্বাসী। প্রেসক্লাবের চিন্তাধারা ও কার্যক্রম সাংবাদিকদের সামনে রেখে একটি সুস্থ, ন্যায়ভিত্তিক ও তথ্যনির্ভর সমাজ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা সকলের সহযোগিতা নিয়ে ফরিদপুরের মানুষের কাছে বস্তুনিষ্ঠ সংবাদ পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ।”