শেখ তাইজুল ইসলাম
মংলা প্রতিনিধি, আমার সকাল ২৪
বাগেরহাটের মংলা উপজেলার চিলা ইউনিয়নের উলুকাটা গ্রামে উপজেলা জামায়াতের সাবেক নায়েবে আমির মোখলেছুর রহমানের বিরুদ্ধে জমি দখল ও দোকান নির্মাণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবার দাবি করেছে, তাদের পৈত্রিক সম্পত্তি জবরদখল করে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।
ভুক্তভোগী পরিবার জানায়, সি এস ২৬৩ নং খতিয়ান ও এস এ, বি আর এস খতিয়ানভুক্ত প্রায় দেড় বিঘা জমি তাদের নামে রেকর্ডভুক্ত থাকা সত্ত্বেও মোখলেছুর রহমান প্রভাব খাটিয়ে জবরদখল করেন। এতে বাধা দিতে গেলে হামলার শিকার হন তারা এবং উল্টো একাধিক মিথ্যা মামলা দায়ের করা হয়।
নুর ইসলাম শেখ জানান, সরকারদলীয় প্রভাব ও স্থানীয় প্রশাসনের অসাধু কর্মকর্তাদের সহায়তায় তাদের জমি দখল করে দোকানপাট নির্মাণ করা হয়। একই অভিযোগ করেন আলী আকবর শেখ, যার দাবি—ভাইবোনদের ৩৫ শতক জমির মধ্যে ২০ শতক বিক্রি করলেও বাকি ১৫ শতক জমি দখল করে বিল্ডিং নির্মাণ করেছেন মোখলেছুর রহমান।
এ বিষয়ে প্রথমে চিলা ইউনিয়ন পরিষদে অভিযোগ দিলে স্থানীয় চেয়ারম্যান, ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে কাগজপত্র যাচাই করে ভুক্তভোগীদের জমি বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। একইভাবে থানায় অভিযোগ করলে তৎকালীন ওসি মো. রফিকুল ইসলামও ভুক্তভোগীদের দাবির পক্ষে লিখিত সালিশনামা দেন।
চিলা ইউনিয়নের স্থানীয় বিএনপি ও জামায়াত নেতারা জানান, একাধিকবার কাগজপত্র যাচাইয়ের পর ভুক্তভোগীদের জমি ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হলেও মোখলেছুর রহমান তা মানেননি।
ঘটনার সত্যতা যাচাই করতে অভিযুক্ত মোখলেছুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে মংলা থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম বলেন, “বিষয়টি নিয়ে আমরা একাধিকবার বসেছি। কাগজপত্র যাচাই ও মংলা উপজেলা আমিন সমিতির মাধ্যমে পরিমাপ করে ১৫ শতক জমির সীমানা নির্ধারণ করা হয়েছে। লিখিত সালিশের মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে।”