শেখ তাইজুল; ইসলাম মংলা প্রতিনিধি
বাগেরহাট জেলার মোংলা উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে হত্যা এ ঘটনায় দুই জন কে আটক করেছে মংলা থানা পুলিশ। গতকাল সোমবার সকালে মংলা পৌর শহরের কবরস্থান রোড এলাকায় মোঃ মহিদুল শেখ ৩০ নামে এক যুবককে বেধড়ক মারপিটের পর হত্যা করা হয়। হামলাকারীরা হলেন মোঃ মাহমুদ এবং বনি আমিন শেখ।
মংলা থানা পুলিশ জানায় মহিদুলের মাথায় কাঠের বাটাম দিয়ে আঘাত করা হয়, ফলে তিনি ঘটনাস্থলে অচেতন হয়ে পড়েন পরে স্থানীয়দের সহায়তায় তাকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ১০ টায় তার মৃত্যু হয়
নিহত মহিদুল মংলা উপজেলার ৫নং মিঠাখালী ইউনিয়নের সোনাখালী গ্রামের হান্নান শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায় গত সপ্তাহে মংলা পৌর শহরের মাদ্রাসা রোডে মোটরসাইকেল ও অটোরিকশা ওভারটেক করার জেরে মহিদুল ও হামলাকারী মাহমুদ এবং বনি আমিনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছিল ওই বিরোধের জেরে সোমবার সকালে এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এদিকে ঘটনার পর জনগণ হামলাকারী মাহমুদ ও বনি আমিন কে ধরে পুলিশের কাছে সোপর্দ করে পুলিশ তাদের বিরুদ্ধে স্বাভাবিক হামলার মামলা দায়ের করে ওইদিন তাদের কে বাগেরহাট জেলহাজতে পাঠানো।
স্বার্বিক বিষয়ে জানতে চাইলে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, মোঃ মহিদুল শেখের মৃত্যুর ঘটনায় হত্যার অভিযোগে নতুন করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বর্তমানে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।