শেখ তাইজুল ইসলাম │ মংলা প্রতিনিধি
“মাদকমুক্ত মোংলা চাই” এই অঙ্গীকারে মংলা পৌর বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মো. জুলফিকার আলীর নেতৃত্বে তালা ঝুলিয়ে দেয়া হয়েছে মোংলার একটি মদের দোকানে।
১২ সেপ্টেম্বর (শুক্রবার) স্থানীয় জনগণ ও মুসল্লিদের সাথে নিয়ে তিনি মাদ্রাসা রোডের আফগানি নামক দোকানটি বন্ধ করে দেন। দীর্ঘদিন ধরে দোকানটিতে মদ বিক্রির কারণে এলাকাবাসীর মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছিল।
ঘটনার পর এলাকায় স্বস্তি ও আনন্দের পরিবেশ বিরাজ করছে। স্থানীয়রা জানান, সন্ধ্যা হলেই দোকান ঘিরে শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সী যুবকদের ভিড় হতো, যা প্রায়ই বিশৃঙ্খলার সৃষ্টি করত। দোকানটি বন্ধ হওয়ায় এলাকাবাসী সাবেক মেয়র জুলফিকার আলীসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন।